সিলেটমঙ্গলবার , ১৮ জুন ২০১৯
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

জগন্নাথপুরের রানীগঞ্জ ফেরি পারাপার বন্ধ,যাত্রীরা দুর্ভোগে

Ruhul Amin
জুন ১৮, ২০১৯ ২:৪১ অপরাহ্ণ
Link Copied!

জগন্নাথপুর সংবাদদাতা : জগন্নাথপুরের রানীগঞ্জ বাজার সংলগ্ন কুশিয়ারা নদীর উপর ফেরী পারাপার গত দুইদিন ধরে বন্ধ রয়েছে। সোমবারও ফেরি চালু হয়নি। ফলে আব্দুস সামাদ আজাদ আঞ্চলিক মহাসড়কে (পাগলা-জগন্নাথপুর-রানীগঞ্জ-আউশকান্দি-আঞ্চলিক মহাসড়ক) সব ধরনের যানবাহন চলাচল বিঘিœত হচ্ছে। স্থানীয়রা জানান, আব্দুস সামাদ আজাদ আঞ্চলিক মহাসড়ক হয়ে জগন্নাথপুরসহ জেলাবাসী ঢাকায় স্বল্প সময়ে যোগাযোগের সুবিধায় রানীগঞ্জ বাজার সংলগ্ন কুশিয়ারা নদীতে ৪ বছর পূর্বে ফেরি সার্ভিস চালু করা হয়। এরপর থেকে প্রতিদিন শত শত যানবাহন চলাচল করে আসছে। গত কয়েকদিন ধরে কুশিয়ারা নদীতে পানি বৃদ্ধি পাওয়ায় ফেরিঘাটের উত্তরপারের অংশে পানি ওঠে যায়। যে কারণে ফেরি চলাচল ব্যাহত হচ্ছে। ফেরিঘাট সংস্কারের জন্য গতকাল সোমবার সকাল থেকে সংস্কার কাজ শুরু হয়। রানীগঞ্জের স্থানীয় যুবক ছালেহ আহমদ বলেন, গত দুইদিন ধরে ফেরি পারাপর বন্ধ থাকায় সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে পড়ায় দুর্ভোগ বেড়েছে। সুনামগঞ্জ সড়ক ও জনপথ অধিদপ্তরের উপ সহকারি প্রকৌশলী মোস্তাফিজুর রহমান বলেন, ফেরি পারাপার চালু করতে আমরা কাজ করছি। আশা করছি দুই একদিনের মধ্যে চালু হবে।